ঢাকা সোমবার, মে ২০, ২০২৪
হেমন্তের চিত্র---মুহাম্মদ ইমদাদ হোসেন
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:২৪:০০

 

ছয় ঋতুর এই বাংলাদেশে

বছর ঘুরে আসলো আবার হেমন্ত

এই ঋতুটা রূপের রাণী

রূপ বাহার তার নববধু যেমন তো।

 

ভোরবিহানে শিশির ভেজা

প্রকৃতির রূপ মনে দোলা জাগে তো

দুর্বাঘাসে মুক্তোর মতো

শিশিরকণা দেখতে দারুণ লাগে তো।

 

পাকা ধানের মধুর গন্ধে

মনে-মনে খুশির জোয়ার আসে তো

নতুন চালে মায়ের হাতের

পিঠা খেতে মন আনন্দে ভাসে তো।

 

আগাম শীতের বার্তা নিয়ে

হিমেল ছোঁয়া লাগে রাত্রি শেষে তো

এমন সুখের পরিবেশটা

যায়না পাওয়া অন্যকোনো দেশে তো।

 

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা