কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সাধারণ আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন—নতুন আমানত সুরক্ষা অধ্যাদেশে এমন ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আর্থিক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা বাড়ানোর উদ্দেশ্যে এই অধ্যাদেশ জারি করা হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি ও ফিন্যান্স কোম্পানিতে রাখা আমানতের সুরক্ষা নিশ্চিত করাই এর প্রধান উদ্দেশ্য। কোনো প্রতিষ্ঠান বন্ধ হলে দ্রুততম সময়ে গ্রাহকদের নিরাপত্তা দেওয়া হবে।
সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আলাদা আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে; যা নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।


