হেমন্তের চিত্র---মুহাম্মদ ইমদাদ হোসেন

কবিতা পাঙ্গণ || ২০২০-১০-২৬ ০২:২৪:০০

image

 

ছয় ঋতুর এই বাংলাদেশে

বছর ঘুরে আসলো আবার হেমন্ত

এই ঋতুটা রূপের রাণী

রূপ বাহার তার নববধু যেমন তো।

 

ভোরবিহানে শিশির ভেজা

প্রকৃতির রূপ মনে দোলা জাগে তো

দুর্বাঘাসে মুক্তোর মতো

শিশিরকণা দেখতে দারুণ লাগে তো।

 

পাকা ধানের মধুর গন্ধে

মনে-মনে খুশির জোয়ার আসে তো

নতুন চালে মায়ের হাতের

পিঠা খেতে মন আনন্দে ভাসে তো।

 

আগাম শীতের বার্তা নিয়ে

হিমেল ছোঁয়া লাগে রাত্রি শেষে তো

এমন সুখের পরিবেশটা

যায়না পাওয়া অন্যকোনো দেশে তো।

 

 

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১