ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
অফশোর ব্যাংকিংয়ে তহবিল স্থানান্তরের সময় বাড়ল
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-০১ ১১:০৪:২৬

করোনার কারণে অনশোর ইউনিট থেকে অফশোর ইউনিটে নির্দিষ্ট পরিমাণ তহবিল স্থানান্তরের সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

গত বছরের জুনে অফশোর ব্যাংকিং নীতিমালায় ব্যাপক শিথিলতা আনে বাংলাদেশ ব্যাংক। ওই সময় শর্ত শিথিল করে ৪ শতাংশের পরিবর্তে মাত্র ২ শতাংশ সিআরআর সংরক্ষণ করতে বলা হয়। এ ছাড়া ব্যাংকগুলোকে ২০২০ সালের মধ্যে তাদের অনশোর ইউনিট থেকে মূলধনের ২০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ তহবিল অফশোর ইউনিটে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়। এখন সেই সময় বাড়িয়ে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত করা হলো।

আদায়কৃত অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা-বেতন কত জানালো কেন্দ্রীয় ব্যাংক
আমদানি পণ্যের মূল্যসহ অতিরিক্ত তথ্য দিতে হবে