করোনার কারণে অনশোর ইউনিট থেকে অফশোর ইউনিটে নির্দিষ্ট পরিমাণ তহবিল স্থানান্তরের সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
গত বছরের জুনে অফশোর ব্যাংকিং নীতিমালায় ব্যাপক শিথিলতা আনে বাংলাদেশ ব্যাংক। ওই সময় শর্ত শিথিল করে ৪ শতাংশের পরিবর্তে মাত্র ২ শতাংশ সিআরআর সংরক্ষণ করতে বলা হয়। এ ছাড়া ব্যাংকগুলোকে ২০২০ সালের মধ্যে তাদের অনশোর ইউনিট থেকে মূলধনের ২০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ তহবিল অফশোর ইউনিটে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়। এখন সেই সময় বাড়িয়ে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত করা হলো।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১