ঢাকা শুক্রবার, মে ১৬, ২০২৫
কাইজার এ চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২৫-০৫-১৬ ০০:৫৯:০৩

এ বি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১৩তম বোর্ড সভায় কাইজার এ চৌধুরী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাইজার এ চৌধুরী দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাইজার চৌধুরী তাঁর পেশাগত জীবন শুরু করেন ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে। এই ব্যাংকে তিনি টানা ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পরে তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়ান ব্যাংকে এবং ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এবি ব্যাংকে সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মেঘনা ব্যাংকেও সিইও হিসেবে কাজ করেছেন।

পেশাগত জীবনের অভিজ্ঞতার অংশ হিসেবে তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ লিমিটেড) এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি)-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এ ছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসির একজন স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতের বাইরেও কাইজার এ চৌধুরীর আলাদা পরিচিতি রয়েছে একজন শিশুসাহিত্য অনুরাগী হিসেবে। সাহিত্যের এই শাখায় তাঁর ৫০টির বেশি প্রকাশনা রয়েছে। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কাইজার চৌধুরী একজন অভিজ্ঞ, দক্ষ ও পেশাদার ব্যাংকার। এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকটির অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কাইজার এ চৌধুরী এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান
ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব