ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
চলতি বছরেই হলিউডে মুক্তি পাবে যেসব তারকাবহুল ছবি
  • বিনোদন ডেস্ক
  • ২০২০-১০-২৪ ০৬:৩৮:৫৯

করোনার এই সময়ে ক্ষতির সম্মুখীন হওয়া ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম সিনেমা শিল্প। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়া, সিনেমা না থাকা এমন নানা কারণেই সিনেমা ইন্ডাস্ট্রির উপর বেশ বাজেভাবে প্রভাব ফেলেছে করোনা। চলতি বছর মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম চমক হিসেবে ছিলো জেমস বন্ড এবং ফাস্ট এন্ড ফিউরিয়াসের নবম কিস্তির মতো।

তবে পৃথিবীর অধিকাংশ দেশেই সিনেমা হল না খোলার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাগুলোর মুক্তির সময়। তবুও আশার কথা হলো চলতি বছর ওটিটি প্লাটফর্ম এবং সিনেমা হল মিলে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু বিগ বাজেটের তারকাবহুল সিনেমা।


এ বছর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে রয়েছে ‘ফ্রি গাই’। ১১ ডিসেম্বর মুক্তি পাবে এটি। এরমধ্য দিয়ে আবারো সিনেমাপ্রেমীদের সামনে আসছেন রায়ান রেনল্ডস। শন লেভি পরিচালিত সিনেমাটিকে ধরা হয়েছিল চলতি বছরের গ্রীষ্মের অন্যতম ব্লকবাস্টার সিনেমা হিসেবে। তবে করোনার কারণে পিছিয়ে গেছে সকল পরিকল্পনা। জুন থেকে পিছিয়ে এটি মুক্তি পাবার জন্য দিন ঠিক করা হয়েছে ডিসেম্বরে।

‘কামিং টু আমেরিকা’ ছবিটিও রয়েছে মুক্তির তালিকায়। এডি মারফির ‘কামিং টু আমেরিকা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদলে সিনেমাটিকে মুক্তি দেওয়া হচ্ছে অ্যামাজন প্রাইমে। দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়ালটি চলতি বছরের আগস্টে মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ১৮ ডিসেম্বরে ঠিক করা হয়েছে।

‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’ চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম সিনেমা। চলতি বছরের ক্রিসমাস দিবসে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি। ওয়ার্নার ব্রসের ব্যনারে সিনেমাটি প্রেক্ষাগৃহের তারিখ বদলেছে বেশ কয়েকবার। চলতি বছরের জুন-সেপ্টেম্বর অব্দি নানা দোটানায় থেকে শেষ পর্যন্ত ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা চিন্তা করেছে ওয়ার্নার ব্রস।

‘ডেথ অন দ্য নীল’ মুক্তি পাচ্ছে ১৮ ডিসেম্বর। ওরিয়েন্ট এক্সপ্রেসের সিক্যুয়াল ‘ডেথ অন দ্য নীল’ ডিজনি-ফক্সের সঙ্গে চুক্তির পর থেকেই পিছিয়ে যেতে শুরু করে মুক্তির তারিখ। তবে শেষ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসে ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।


তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সিনেমা সমালোচক এখনো মনে করেন সিনেমাটি মুক্তি পেতে দেরি হতে পারে।

গ্রাহকদের অনাস্থায় ধুঁকছে দেশের বীমা খাত
ফারইস্ট ইসলামী লাইফের মালিকানায় বেক্সিমকো গ্রুপ
জনতা ইন্স্যুরেন্স থেকে বশির আহমেদকে অপসারণ