ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
খুলনার ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল এফএসআইবিল
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-১০-১৬ ০৮:১১:০৫

করোনাক্রান্ত মানুষের চিকিৎসার্থে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে।

হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতাল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত হাসপাতালসমূহের প্রতিনিধির নিকট অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজে সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পথচারীদের মাঝে ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন
শীতার্তদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ
দাগনভূঞাতে রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ