সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে ব্যাংক এশিয়া।
গত ২৮ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগরে ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতাল প্রাঙ্গণে ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
ব্যাংক এশিয়া-মা আমিরান হাসপাতালের ইনচার্জ ডা. শফিউদ্দিন সরকার, স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ তছলিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এ দিন প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।