খুলনার ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিল এফএসআইবিল

ব্যাংকবীমাবিডি || ২০২১-১০-১৬ ০৮:১১:০৫

image

করোনাক্রান্ত মানুষের চিকিৎসার্থে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের ৫টি হাসপাতালে ৩০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে।

হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতাল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত হাসপাতালসমূহের প্রতিনিধির নিকট অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বরাবরের মতো ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজে সাধারণ মানুষের পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১