ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল এনআরবিসি ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-২৫ ১২:০৮:০৬

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (২৫ আগস্ট) বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৬০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।

করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া মানুষের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এ বিশেষ সিএসআর তহবিল গঠন করে এনআরবিসি ব্যাংক। এই তহবিলের আওতায় ক্ষতিগ্রস্তদের জনপ্রতি ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক করোনাভাইরাস অতিমারির শুরু থেকেই দেশের বিভিন্ন হাসপাতাল ও জরুরি কাজে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মেডিকেল যন্ত্রপাতি প্রদান, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

পথচারীদের মাঝে ইসলামী ব্যাংকের ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন
শীতার্তদের মাঝে ব্যাংক এশিয়ার কম্বল বিতরণ
দাগনভূঞাতে রূপালী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ