করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল এনআরবিসি ব্যাংক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৮-২৫ ১২:০৮:০৬

image

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করছে এনআরবিসি ব্যাংক।

বুধবার (২৫ আগস্ট) বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ৬০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্যাংকের পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।

করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়া মানুষের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এ বিশেষ সিএসআর তহবিল গঠন করে এনআরবিসি ব্যাংক। এই তহবিলের আওতায় ক্ষতিগ্রস্তদের জনপ্রতি ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক করোনাভাইরাস অতিমারির শুরু থেকেই দেশের বিভিন্ন হাসপাতাল ও জরুরি কাজে নিয়োজিতদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও মেডিকেল যন্ত্রপাতি প্রদান, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১