শরৎ শেষে হেমন্তের রূপ
লাগে কত ভালো,
এবার দেখি আকাশখানী
মেঘে ঢাকা কালো।
বৃষ্টি ভেজা ডানা মেলে
উড়ছে না আর পাখি,
বকের সারি দেখার তরে
অশ্রু ভেজা আঁখি।
নিম্নচাপে মাঠের বুকে
নুয়ে পড়ছে ধান,
কৃষকের মুখ ম্লান হয়েছে
হারিয়ে গেছে গান।
ক'দিন হলো দেখছি নাকো
রাখাল বাজায় বাঁশি,
নিম্নচাপে কেড়ে নিলো
আমজনতার হাসি।