ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
নিম্নচাপ---মাহবুব-এ-খোদা
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:২৭:৪৫

 

শরৎ শেষে হেমন্তের রূপ

লাগে কত ভালো,

এবার দেখি আকাশখানী

মেঘে ঢাকা কালো।

বৃষ্টি ভেজা ডানা মেলে

উড়ছে না আর পাখি,

বকের সারি দেখার তরে

অশ্রু ভেজা আঁখি।

নিম্নচাপে  মাঠের বুকে

নুয়ে পড়ছে ধান,

কৃষকের মুখ ম্লান হয়েছে

হারিয়ে গেছে গান।

ক'দিন হলো দেখছি নাকো

রাখাল বাজায় বাঁশি,

নিম্নচাপে কেড়ে নিলো

আমজনতার হাসি।

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা