আলুর দামে কপাল ঘামে
পিঁয়াজের ঝাঁজ কড়া
মাছের বাজার আগুন যেন
চালের মূল্য চড়া।
নরম সবজি গরম আরো
শাকের চলছে আকাল,
হর্তাকর্তার চওড়া গলা
আস্ত কয়েক মাকাল।
মাংস যেন সোনার হরিণ
নাম নিতে নেই মুখে,
কাঁচা মরিচ আকাশ ছোঁয়া
কেবা আছে রুখে !
সীম, টমেটো,গাজর,শসা
পাখনা মেলে উড়ে,
পয়সাওয়ালা আছে যত
খেয়ে উদর পুরে।
সিন্ডিকেটের পোয়াবারো
ধুঁকছে মধ্যবিত্ত ,
দফায় দফায় মূল্য বাড়ায়
কতো উদারচিত্ত!