ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ইচ্ছে ডানা---নিলুফার জাহান
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:২৬:৪৮

 

নীলাকাশে সুখের খোঁজে

উড়তে নেইতো মানা

জ্যোৎস্না রাতে আলোর মাঝে

মেলি ইচ্ছে ডানা।

 

মনটা ছুটে নীল গগনে

হয়ে পাগল পারা

রাতের বেলা জেগে থাকি

হয়ে সন্ধ্যা তারা ।

 

সুদূর পানে ছুটে যাই যে

জ্বলিয়ে সব আলো

নীলচে রঙের আকাশ দেখে

লাগে ভীষণ ভালো।

 

উড়ে উড়ে নীল গগনে

দেখি তারার মেলা

মেঘের সাথে খেলা করি

যায় যে বয়ে বেলা।

 

দেখে দেখে সাধ মিটে না

জোনাক জ্বলা রাতে

রূপোর জোছনা গায়ে মাখি

ধরে দুটো হাতে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা