করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। বাদ যায়নি রাজস্থানও। করোনা রুখতে কঠিন লড়াই করছেন রাজ্যের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মতো প্রথম সারির যোদ্ধারা। ছুটি বাতিল করে দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন তারা।
এ রকম পরিস্থিতিতে একটু অন্য ছবি ধরা পড়ল রাজস্থানের এক থানায়। বিয়ের আগে সমস্ত রীতি মেনে এক মহিলা কনস্টেবলের গায়েহলুদ হলো থানার মধ্যেই। সঙ্গী হলেন তার সহকর্মীরা।
বিয়ের আগে গায়েহলুদের রীতি রয়েছে রাজস্থানে। দুঙ্গারপুর থানার এক মহিলা কনস্টেবল গায়েহলুদের জন্য ছুটি চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার ছুটি মঞ্জুর হয়নি। এর পরই সহকর্মীরা মিলে থানার মধ্যেই তার গায়েহলুদ দিলেন। থানার বড়বাবু থেকে শুরু করে অন্যান্য সহকর্মী সবাই পালন করলেন এই রীতি। ইন্টারনেট।