ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
হেমন্ত এলো---আল আমিন মুহাম্মাদ
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:২৬:০৩

 

হেমন্ত এলো ফিরে

রূপে ঘেরা এই দেশ

বর্ষার মেঘে ধুয়ে

পরেছে নতুন বেশ।

 

আসমান ফিরে পায়

প্রিয় তার নীল রূপ

শিশিরের গান রাতে

শোনা যায় হলে চুপ।

 

খেতে খেতে সোনা রঙ

পাখি ওড়ে ঝাঁকে-ঝাঁক

ফড়িংয়ের সাথে মাতে

দেখে চাষি হাসি পাক।

 

মিঠে রোদে ভরে তীর

ছেলেমেয়ে খেলা করে

মাঝিদের গান শুনে

মনু মিয়া গরু চরে।

 

খালে-বিলে জল নেই

ধরে মাছ দলে-দলে

উৎসবে ভরে গাঁও

হেমন্ত এলো বলে।

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা