রাত শেষে ভোর হলে আলো ফুটে ঝলমল ,
শিশিরের ছোঁয়া পেয়ে কচি পাতা টলমল ।
আজানের সুর শুনে উঠে সবে তড়বড় ,
গাড়িগুলো ছুটে চলে ধ্বনি করে গড়গড় ।
আলো দেখে মাছগুলো জলে করে খলবল ,
সাহারার বালিগুলো করে উঠে ঝলঝল ।
বয়ে চলে সমীরণ লঘু বেগে শনশন ,
মক্তবে বেজে উঠে ঘন্টার ঝনঝন ।
বন হতে ভেসে আসে পাপিয়ার পিউ পিউ ,
দুধ সাদা বিড়ালিটা ডেকে যায় মিউমিউ ।
বয়ে যায় নদ-নদী মোহনায় তরতর ,
শোনা যায় নির্জীব পাতাদের মড়মড় ।
ধান ক্ষেতে শিষগুলো নাচে বায় দলমল ,
গোলাপের পুষ্পের পাপড়ি যে দলদল ।
খোকা ছুটে মক্তবে খেয়ে ভাত কড়কড় ,
কায়দার লেখাগুলো ঘরঘর ঝরঝর ।