ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
রূপকথা--মোঃ রাজিব হুমায়ুন
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:২৪:৫২

 

খোকন যাবে শ্বশুর বাড়ি

পক্ষ্মীরাজে চড়ে,

সঙ্গে যাবে হলদে পাখি

হলুদ শাড়ি পড়ে।

 

ময়না যাবে গয়না পড়ে

আরও যাবে টিয়ে,

বুলবুলিটা বসে আছে

টোপর মাথায় দিয়ে।

 

গোলাপ বলে সঙ্গে যাবো

ঘ্রাণ ছড়িয়ে রাশি,

জুঁই, চামেলি, টগর বলে

খোকন ভালোবাসি।

 

মেঘের দেশে বধূ বেশে

বসে আছে কনে,

তাড়াতাড়ি চলো সবাই

খোকন বাবুর সনে।

 

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা