ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
হেমন্তের আগমনে--আশরাফ আলী চারু
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:১৯:৪৭

সকাল থেকে আজকে দেখি

রৌদ্র ভীষণ চড়া

আশ্বিনী রূপ জলকে উঠে

নতুন রূপের ধরা।

 

পাখিগুলো মেলছে ডানা

স্বপ্ন রোদের মাঝে

ঢেউ খেলানো ধানের ক্ষেতে

ব্যাস্ত চাষা কাজে।

 

টুনটুনিরা পাতার ফাঁকে

করছে আনাগুনা

হেমন্ত কাল আসছে বুঝি

চলছে হানাগুনা।

 

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা