ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ইচ্ছেরা খুঁজে ফিরে--রফিকুল ইসলাম
  • কবিতা পাঙ্গণ
  • ২০২০-১০-২৬ ০২:১৯:০৬

 

ইচ্ছেরা খুঁজে ফিরে

যখন দুধমাখা চাঁদের রুপালি আলো

রাতে অদৃশ্য আঁধারে ঝরে ,

স্বপ্নগুলো নক্ষত্রের মত নিরন্তর জ্বলে

ইচ্ছেগুলো সাঁতরায় কল্পনার অসীম নীলে

আর, সুগন্ধ-স্মৃতির ফেনার সাগরে।

ইচ্ছেরা খুঁজে ফিরে

যেখানে দূরের পথ অদৃশ্য ধোঁয়াটে কুয়াশায়

উচ্ছ্বাসিত না বলা গল্পের ভীড়ে,

নীল দহনে বেলা-অবেলা সারাবেলা

পড়ন্তবেলা যখন পাখিরা ফিরে নীড়ে।

ইচ্ছেরা খুঁজে ফিরে

একগুচ্ছো স্বপ্ননদীর মায়াময় প্রহরে

যে নদী ডুবে গেছে সমুদ্র গভীরে,

যার বালুকায় সাধের ঝিনুক কুড়িয়েছিলে

কনক জোছনাতে হেঁটেছিলে অনেক দূরে।

আজও ইচ্ছেরা খুঁজে ফিরে ...

 

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই
ব্যাংকারদের জন্য কেমন ছিল ২০২১ সাল
ঈদের আগের দিনেও গ্রাহক সেবা দিচ্ছেন ব্যাংকাররা