জ্ঞানহীনের মাঝে আজ দেখো
জ্ঞানীর দেখা যে নাই,
এই সমাজে আজও দেখি
জ্ঞানির প্রয়োজন ভাই।
জ্ঞানের অভাব আছে বলে
কুকর্ম করে যাই,
জ্ঞান সাধনে মগ্ন হবে
মানব কোথায় পাই।
ভালো ফসল পেতে চাইলে
ভালো বীচ তো চাই,
ভালো সমাজ গড়তে চাইলে
জ্ঞানের দরকার তাই।
জগৎ বুকে সবি তোমার
উপকারের জন্য সৃষ্টি,
মানব কুলে জন্ম নিয়ে
আজ সুখের বৃষ্টি।
দুহাত তুলে প্রার্থনা করি
সুস্থ সমাজ যে চাই,
প্রার্থনা আমার কবুল করো
প্রভু যেন তোমায় পাই।