ওরা তো মানুষ জানি এক দেশে বাস,
এক পতাকার নিচে এক ভূমি চাষ।
তবে কেন দূরে রবে,
ভালোবাসা হোক তবে।
ভেদাভেদ ভুলে চলো সীমানা বাঁচাই,
কার মনে কাদা নেই হোক না যাচাই।
শারদীয় উৎসবে কেউ নাচে-মাতে,
ভিন্ন আমেজ নিয়ে চলে দিনে-রাতে।
বাংলার ঘরেঘরে,
সম্প্রীতি চোখে পড়ে।
সুন্দর ধরণীটা এভাবে হাসুক,
বিশ্বের সবলোক খুশিতে ভাসুক।