ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
অনুদানের সিনেমা নিয়ে অনিয়ম, গ্রেফতার টোকন ঠাকুর
  • বিনোদন ডেস্ক
  • ২০২০-১০-২৬ ০২:০৩:১৫

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ নামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও নির্মাতা টোকন ঠাকুর। সময়মতো সে সিনেমা বানিয়ে মুক্তি না দেয়ায় তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি তছরুপের মামলা হয়েছে।

সরকারবাদী সেই মামলায় রোববার (২৫ অক্টোবর) তাকে গ্রেফতার করেছে রাজধানীর নিউমার্কেট থানার পুলিশ।

জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।

তিনি জানান, কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরের (৫০) বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই প্রেক্ষিতেই আজ তাকে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আগামীকাল সকালে টোকন ঠাকুরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

গেল ৩ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়৷ এ মামলাটি করেছিল তথ্য মন্ত্রণালয়।

খ্যাতনামা কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে টোকন ঠাকুর নির্মাণ করতে চেয়েছিলেন 'কাঁটা' সিনেমা। এ ছবি দিয়েই পরিচালক হিসেবে বড় পর্দায় নাম লেখাবেন কবি টোকন ঠাকুর।

গ্রাহকদের অনাস্থায় ধুঁকছে দেশের বীমা খাত
ফারইস্ট ইসলামী লাইফের মালিকানায় বেক্সিমকো গ্রুপ
জনতা ইন্স্যুরেন্স থেকে বশির আহমেদকে অপসারণ