ঢাকা শনিবার, মে ১৭, ২০২৫
সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংক উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-২৮ ০৮:২৯:৩৯

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) নতুন সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

আউটলেটগুলো হলো- জাঙ্গালিয়া (লক্ষ্মীপুর), চৌমুহনী পূর্ববাজার (নোয়াখালী), লবনচরা (খুলনা), নয়াবাজার (লোহাগাড়া), শিবপুর নিউ মার্কেট ও চৌয়ারা বাজার (কুমিল্লা) এবং ডুমুরিয়া বাজারে (চাঁদপুর)।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক এবং মোঃ সামছুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ