সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংক উদ্বোধন

ব্যাংকবীমাবিডি || ২০২১-০১-২৮ ০৮:২৯:৩৯

image

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) নতুন সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান কার্যালয় হতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

আউটলেটগুলো হলো- জাঙ্গালিয়া (লক্ষ্মীপুর), চৌমুহনী পূর্ববাজার (নোয়াখালী), লবনচরা (খুলনা), নয়াবাজার (লোহাগাড়া), শিবপুর নিউ মার্কেট ও চৌয়ারা বাজার (কুমিল্লা) এবং ডুমুরিয়া বাজারে (চাঁদপুর)।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক এবং মোঃ সামছুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১