ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪
অংশীদার এনজিওগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করবে ব্র্যাক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-২৩ ০৫:০২:০৭

স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নে গতিশীলতা আনয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের (এনজিও) অংশীদারিত্ব বাড়ানো জরুরি। ব্র্যাক এ ক্ষেত্রে ভবিষ্যতে অংশীদার এনজিওগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করবে।

সম্প্রতি কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে আয়োজিত ‘স্থানীয় এনজিওর সঙ্গে পর্যালোচনা ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা জানান। ব্র্যাক এই কর্মশালার আয়োজন করে।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামের (এইচসিএমপি) পরিচালক সাজেদুল হাসান, আঞ্চলিক পরিচালক হাসিনা আখতার হক, (এইচসিএমপি)-এর কর্মসূচি প্রধান মোহাম্মদ নুরুল আলম রাজুসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের এইচসিএমপির হেড অব হোস্ট কমিউনিটি মতিন সর্দার।

এ সময় সাজেদুল হাসান বলেন, ‘ব্র্যাক ভবিষ্যতে পাটর্নার এনজিওগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়াবে। এজন্য অংশীদার এনজিওগুলোর সক্ষমতা বাড়াতে ব্র্যাক কাজ করবে। তবে বাস্তবায়নের কাজটা পাটর্নার এনজিওগুলোই করবে। ব্র্যাক এক্ষেত্রে শুধু কারিগরি সহযোগিতা দেবে।’

ব্র্যাক ইন্টারন্যাশনালের নতুন নির্বাহী পরিচালক শামেরান আবেদ
আশার নতুন প্রেসিডেন্ট আরিফুল হক চৌধুরী
 অংশীদার এনজিওগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করবে ব্র্যাক