ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
এনআরবি ব্যাংকের দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৮ ২০:১০:১৯

থাতেইয়ামা কবির গত রবিবার এনআরবি ব্যাংকের পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামিল ইকবাল।

বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক থাতেইয়ামা কবির জাপানি অটোমোবাইল রপ্তানিতে সফল ব্যবসায়ী। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ওশান অটো বাংলাদেশ ও কে এম ইন্টারন্যাশনালের কর্ণধার।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক নতুন ভাইস চেয়ারম্যান জামিল ইকবাল কনস্ট্রাকশন কোম্পানি জামিল ইকবালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন মেশিনারিজ আমদানিকারক তিনি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য জামিল ইকবাল সিলেটে সর্বোচ্চ করদাতা হিসেবে টানা সাতবার জাতীয় পুরস্কার অর্জন করেন। বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার