থাতেইয়ামা কবির গত রবিবার এনআরবি ব্যাংকের পর্ষদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জামিল ইকবাল।
বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক থাতেইয়ামা কবির জাপানি অটোমোবাইল রপ্তানিতে সফল ব্যবসায়ী। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানির প্রেসিডেন্ট, সামডে ডেভেলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ওশান অটো বাংলাদেশ ও কে এম ইন্টারন্যাশনালের কর্ণধার।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক নতুন ভাইস চেয়ারম্যান জামিল ইকবাল কনস্ট্রাকশন কোম্পানি জামিল ইকবালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন মেশিনারিজ আমদানিকারক তিনি। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য জামিল ইকবাল সিলেটে সর্বোচ্চ করদাতা হিসেবে টানা সাতবার জাতীয় পুরস্কার অর্জন করেন। বিজ্ঞপ্তি
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১