ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
শীর্ষ ব্যাংকের তালিকা করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-০৩ ০০:৩৫:২৪

প্রথমবারের মতো টেকসই অর্থায়ন বিষয়ক পূর্ণাঙ্গ নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালার ভিত্তিতে কার্যক্রম পরিচালনাকারী শীর্ষ ১০ ব্যাংক ও পাঁচ আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে। গত বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিন এ-সংক্রান্ত নীতিমালা কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২০ সালের তথ্যের ভিত্তিতে এ-সংক্রান্ত শীর্ষ ব্যাংকের প্রথম তালিকা প্রকাশ করা হবে। তালিকা করার ক্ষেত্রে ব্যাংকগুলোর মোট ঋণের কত অংশ টেকসই অর্থায়নে এবং পরিবেশবান্ধব খাতে কী পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, তা বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে গ্রিন বন্ড, পরিবেশবান্ধব প্রডাক্ট উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতার প্রভাব পর্যালোচনা, খেলাপি ঋণের পরিমাণ, মূলধন পর্যাপ্ততাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হবে। এসব বিষয়ে ব্যাংকগুলোকে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত সমকালকে বলেন, বিশ্বের প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক টেকসই অর্থায়ন বিষয়ক পূর্ণাঙ্গ নীতিমালা করল। এর আলোকে অর্থায়ন করলে ব্যাংকগুলোর ঋণের গুণগত মান বাড়বে।

 

ব্যাংক খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন
আদায়কৃত অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা-বেতন কত জানালো কেন্দ্রীয় ব্যাংক