কক্সবাজারের টেকনাফে একটি লবণের মাঠ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ছুরিখাল এলাকার লবণ মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান। বিজিবি’র এই অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ভোররাতে লেদা বিওপি’র জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী থেকে কয়েক ব্যক্তি ছ্যুরিখাল এলাকার লবণ মাঠ দিয়ে লোকালয়ের দিকে যাওয়ার পথে বিজিবি জওয়ানরা ধাওয়া করে। ধাওয়ার মুখে পাচারকারীরা লোকালয়ে লুকিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তার মধ্যে পাওয়া ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা পরবর্তীতে নষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।