ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রপ্তানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের অনুমতি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-১৫ ১০:৫৭:৩৯

অগ্রিম পাওয়া রপ্তানি মূল্য এখন থে‌কে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ কর‌তে পার‌বে ব্যাংকগু‌লো। সোমবার (১৪ মার্চ) বাংলা‌দেশ ব্যাং‌কের বৈ‌দে‌শিক মুদ্রা ও নী‌তি বিভাগ এ বিষ‌য়ে অনুমতি দি‌য়ে‌ এক‌টি সার্কুলার জারি করেছে।

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠা‌নো নি‌র্দেশনায় বলা হ‌য়ে‌ছে, অগ্রিম প্রাপ্ত রপ্তানি মূল্য বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যা‌বে। পাশাপা‌শি সংরক্ষিত বৈদেশিক মুদ্রা দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় পরিশোধে ব্যবহার করা যাবে।

ব্যাক টু ব্যাক ঋণপত্র ছাড়া অন্য আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে অগ্রিম প্রাপ্ত বৈদেশিক মুদ্রা ৩০ দিন সংরক্ষণ করা যাবে। এ সার্কুলার জারির আগ পর্যন্ত অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয় টাকায় নগদায়ন করতে হতো।

খাতসং‌শ্লিষ্টরা বল‌ছেন, বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় রপ্তানিকারক লাভবান হবেন এবং বিনিময়জনিত ক্ষতি থেকে মুক্তি পাবেন।

ব্যাংক খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন
আদায়কৃত অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা-বেতন কত জানালো কেন্দ্রীয় ব্যাংক