ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
মূল্যবোধভিত্তিক ব্যাংকিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-০৬ ১০:১৫:৩৬

মূল্যবোধভিত্তিক ব্যাংকিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আগামী মঙ্গলবার শুরু হ‌চ্ছে। গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) ১৪তম বার্ষিক সভার আয়োজন করতে যাচ্ছে দে‌শের বেসরকা‌রি ব্র্যাক ব্যাংক।

৪৪টি দেশের ৬৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এই সম্মেলনে আগামী ৮-১০ মার্চ ভার্চুয়ালি যোগ দেবেন।  ক্রমপরিবর্তনশীল যুগে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো কীভাবে চ্যালেঞ্জ ও সম্ভাবনা কাজে লাগাতে পারে তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া খ্যাতনামা অর্থনীতিবিদ, বিশ্লেষক ও নীতিনির্ধারকরা এই সম্মেলনে বক্তব্য দেবেন।

ব্র্যাক ব্যাংকে পক্ষ থে‌কে এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এ বছরের প্রতিপ্রাদ্য হচ্ছে ‘পরিবর্তনের এই যুগে ব্যাংকিং – মূল্যবোধ কীভাবে ইতিবাচক ভবিষ্যত নিশ্চিত করতে পারে’।

সভায় মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো স্বাধীন আর্থিক প্রতিষ্ঠান যা ব্যাংকিং সেবার মাধ্যমে ইতিবাচক সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টির লক্ষ্যে কাজ করে। বেসরকারি ব্যাংক, ক্রেডিট কো-অপারেটিভস, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন, ক্রেডিট ইউনিয়ন ও কমিউনিটি ব্যাংক এ সংগঠনের সদস্য। এর সদস্য প্রতিষ্ঠানসমূহ ৪৪টি দেশে ছয় কোটির বেশি গ্রাহককে সেবা প্রদান করছে। সদস্য প্রতিষ্ঠানসমূহের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। ২০০৯ সালে জিএবিভি প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংক এর অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাধীনতার ৫০ বছরে দক্ষিণ এশিয়ায় এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের উপর বক্তব্য দে‌বেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে আলোচনা করবেন।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না