ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ইসলামী ব্যাংকিংঃ এমসিকিউ প্রশ্নোত্তর
  • এম. এ. মাসুম
  • ২০২২-০১-২১ ০৫:২০:০৮

১। প্রশ্নঃ আলওয়াদিয়াহ কোন শব্দ থেকে এসেছে?

উত্তরঃ ওয়াদিউয়ুন

২। প্রশ্নঃ ওয়াদিউয়ুন শব্দের অর্থ কি?

উত্তরঃ সংরক্ষণ করা, জমা করা, বাদ দেয়া, পরিত্যাগ করা

৩। প্রশ্নঃ আল ওয়াদিয়া হিসাবের জমা গ্রহণকারী পক্ষকে কী বলা হয়?

উত্তরঃ মুয়াদ্দা ইলাইহী

৪। প্রশ্নঃ আল ওয়াদিয়া হিসাবের জমাকারী পক্ষকে কী বলা হয়?

উত্তরঃ মুয়াদ্দি

৫। প্রশ্নঃ আলওয়াদিয়াহ অর্থ কী

উত্তরঃ অর্থের নিরাপত্তা বিধানের চু্ক্তি

৬। প্রশ্নঃ  আলওয়াদিয়াহ হিসাবের উদ্দেশ্য কী?

উত্তরঃ অর্থের নিরাপত্তা বিধান করা

৭। প্রশ্নঃ আলওয়াদিয়াহ হিসাবে মুনাফা প্রদানের পদ্ধতি কী

উত্তরঃ এ হিসাবে কোন মুনাফা প্রদান করা হয়না।

৮। প্রশ্নঃ জমাকারী অর্থ ফেরত চাইলে ব্যাংক কি করবে?

উত্তরঃ চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য দিতে থাকবে

৯। প্রশ্নঃ ইসলামী ব্যাংক কোন পদ্ধতি চলতি হিসাব খুলে?

উত্তরঃ আলওয়াদিয়াহ

১০। প্রশ্নঃ আলওয়াদিয়াহ পদ্ধতিতে ব্যাংক সম্পদ কি করে?

উত্তরঃ আমানতদার।

১১। প্রশ্নঃ মুদারাবা কোন শব্দ থেকে উদ্ভুত হয়েছে? 

উত্তরঃ  দারব বা দারবুন

১২। প্রশ্নঃ মুদারাবা কোন ধরনের পদ্ধতি

উত্তরঃ অংশীদারী

১৩। প্রশ্নঃ মুদারাবায় অর্থের যোগানদাতাকে কি বলে?

উত্তরঃ সাহিবুল মাল

১৪। প্রশ্নঃ মুদারাবায় অর্থের ব্যবহারকারীকে কি বলে?

উত্তরঃ মুদারিব

১৫। প্রশ্নঃ মুদারাবায় লাভ হলে তা কিভাবে বন্টন হয়?

উত্তরঃ চুক্তির শর্ত অনুযায়ী

১৬। প্রশ্নঃ মুদারাবায় লোকসান হলে তা কিভাবে বন্টন হয়?

উত্তরঃ লোকসান হলে সাহিবুল মাল বহণ করে।

১৭। প্রশ্নঃ মুদারাবা পদ্ধতিতে কে মুলধন যোগান দেয়?

উত্তরঃ ব্যাংক।

১৮। প্রশ্নঃ মুশারাকা কোন শব্দ থেকে উদ্ভুত হয়েছে?

উত্তরঃ শিরকাত বা শরীকাত (শিরক)

১৯। প্রশ্নঃ লাভ লোকসান বন্টন ভিত্তিক বিনিয়োগ পদ্ধতি কোনটি

উত্তরঃ মুশারাকা

২০। প্রশ্নঃ মুশারাকা কাবে বলে?

উত্তরঃ দুই বা ততোধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে এক ধরনের অংশীদারী চুক্তি।

২১। প্রশ্নঃ মুশারাকায় কে মুলধন সরবরাহ করে?

উত্তরঃ সকল অংশদার মূলধন সরবরাহ করে। 

২২। প্রশ্নঃ মুশারাকায় লাভ হলে তা কিভাবে বন্টন হয়?

উত্তরঃ চুক্তির শর্ত অনুযায়ী

 ২৩। প্রশ্নঃ মুশারাকায় লোকসান হলে তা কিভাবে বন্টন হয়?

উত্তরঃ অংশীদারদের মুনাফা বা ইকুইটি অনুপাতে বহণ করা হয়।

২৪। প্রশ্নঃ মুশারাকা ব্যবসায়ে কে হিসাব সংরক্ষণ করবে? 

উত্তরঃ সকল অংশীদার হিসাব সংরক্ষণ করতে পারে।

২৫। প্রশ্নঃ মুশারাকা ব্যবসায়ে ব্যাংক কিভাবে হিসাব তদারকী করবে? 

উত্তরঃ ব্যাংক নিজে অথবা মনোনীত নিরীক্ষককের মাধ্যমে।

২৬। প্রশ্নঃ বাকীতে বিক্রয় পদ্ধতিকে বলা হয়-

উত্তরঃ বাই মুয়াজ্জাল

২৭। প্রশ্নঃ লাভ বা মুনাফায় বিক্রয় পদ্ধতিকে বলা হয়-

উত্তরঃ বাই মুরাবাহা

২৮। প্রশ্নঃ পণ্যের ক্রয় মূল্য প্রকাশ করা বাধ্য নয় কোন পদ্ধতিতে

উত্তরঃ বাই মুয়াজ্জাল

২৯। প্রশ্নঃ বিক্রেতার নিকট হতে বিভিন্ন সময়ে তার প্রয়োজনমত পণ্য সামগ্রী গ্রহণ করা হলে তাকে কি বলা হয়?

উত্তরঃ বাই ইসতিজরা।

৩০। প্রশ্নঃ ইসতিজরার পণ্য মূল্য কিভাবে নির্ধারিত হয়?

উত্তরঃ যে তারিখে পণ্য সরবরাহ করা সে তারিখের বাজার মূল্যের ভিত্তিতে।

                                                                   চলতে থাকবে ........................................................

সবসময় আপডেট পেতে নীচে ক্লিক করুণঃ

ইসলামী ব্যাংকিংঃ এমসিকিউ প্রশ্নোত্তর
ইসলামী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার তারিখ পরিবর্তন
ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকগুলোর মার্কেট শেয়ার বেড়েছে