ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল পূবালী ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০১-০২ ১১:২৪:০৪

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২০ পেল পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে পূবালী ব্যাংক লিমিটেডকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আলীর কাছে পুরস্কার ‍তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। এসময় পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও সিএফও মোহাম্মদ লিটন মিয়া উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএমএবির প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না