ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
সৌদি আরবে নারী ফুটবলের জাগরণ!
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২০-১২-১৫ ১১:১০:০১
ছবি : সংগৃহীত
সৌদি আরবের নারীদের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে। বিশেষ করে অনেক দিন ধরে বিদেশের মাটিতে ফুটবলের প্র্যাকটিস চালিয়ে যাওয়া মরিয়ম আলানগেরির স্বপ্ন বাস্তায়ন হতে যাচ্ছে। সৌদি সরকার সে দেশে নারী ফুটবল দল গঠনের অনুমতি দিয়েছে এবং নারী ফুটবল লিগ চালু করতে বলেছে। এর পর থেকেই সৌদি নারীরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ বছরের নভেম্বর মাসেই সৌদি সরকার নারীদের ফুটবল খেলার অনুমতি দিয়েছে। মরিয়ম বলেন, ‘অবশেষে আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমার সপ্ন পুরনের সুযোগ পেয়ে আমি খুবই খুশি। আমি আগে বিদেশের মাটিতে খেলতাম। আল্লাহর কাছে শুকরিয়া যে এখন আমি নিজ দেশেই খেলতে পারবো। আল্লাহ চাইলে আমি পেশাদার ফুটবলারও হতে পারবো।’ রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের নারীদের ফুটবল খেলার অনুমতি দেয়াটাকে বিশেষভাবেই দেখা হচ্ছে।
ইসলামী ব্যাংকের ক্রিকেট টিমকে সংবর্ধনা
ব্যাংকার নিয়ামুর হচ্ছেন টেস্টে প্রথম বাংলাদেশি ম্যাচ রেফারি
সৌদি আরবে নারী ফুটবলের জাগরণ!