হস্তান্তরযোগ্য দলিল (Negotiable Instrument):
13.(1) A “Negotiable Instrument” means a promissory note, bill of exchange or cheque payable either to order or to bearer.
১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন সেকশন ১২(১)এ অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিলের যে সংগা দেয়া হয়েছে তা নিম্নরূপঃ
“প্রাপকের নির্দেশমত কোন ব্যক্তিকে অথবা বাহককে প্রদেয় প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র, বাণিজ্যিক হুন্ডি এবং চেককে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়।”
হস্তান্তরযোগ্য দলিলের প্রকারভেদ (Kinds of Negotiable Instrument):
বিভিন্ন ক্ষেত্রে যে সব হস্তান্তরযোগ্য দলিল ব্যবহৃত হয় তাকে নিম্নলিখিতভাবে শ্রেণীবিভাগ করা যায়ঃ
ক) আইন দ্বারা হস্তান্তরযোগ্য দলিল (Negotiable Instrument by Law):
১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন সেকশন ১২(১)এ অনুযায়ী হস্তান্তরযোগ্য দলিল তিন প্রকার। যথাঃ
১) প্রমিসরি নোট
২) বিনিময় বিল
৩) চেক
আমেরিকার যুক্তরাষ্ট্রের আদালত আরেক প্রকার দলিলকে হস্তান্তরযোগ্য হিসাবে স্বীকৃতি দেয়, তা হল (৪) ট্রাভেলার চেক
প্রমিসরি নোট (Promissory Note):
As per NI Act Section-4. A “promissory note” is an instrument in writing (not being a bank-note or a currency-note) containing an unconditional undertaking, signed by the maker, to pay on demand or at a fixed or determinable future time a certain sum of money only to, or to the order of, a certain person, or to the bearer of the instrument.
১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন সেকশন ৪ অনুযায়ী “কোন নির্দ্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত লিখিত দলিলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, কোন নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তার আদিষ্ট কোন ব্যক্তিকে অথবা দলিলের বাহককে প্রদানের শর্তহীন প্রতিশ্রুতি দেয় তা হলে উক্ত দলিলকে প্রত্যর্থপত্র বা অঙ্গীকারপত্র বলা হয়।”
বিনিময় বিল (Bill of Exchange):
As per NI Act Section-5. A “bill of exchange” is an instrument in writing containing an unconditional order, signed by the maker, directing a certain person to pay on demand or at fixed or determinable future time a certain sum of money only to, or to the order of, a certain person or to the bearer of the instrument.
১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইন সেকশন ৫ অনুযায়ী “প্রস্তুতকারক কর্তৃক স্বাক্ষরিত যে লিখিত দলিলে, কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য, কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি শর্তহীন যে আদেশ প্রদান করা হয় তাকে বিনিময় বিল বলে”।
চেক (Cheque)
বাংলাদেশে বলবৎযোগ্য ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ৬ ধারায় বলা হয়েছে যে,
A “cheque” is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand.
চেক হলে এক ধরনের বিনিময় বিল যা কোন নির্দিষ্ট ব্যাংকের উপর কাটা হয় এবং যার অর্থ চাহিবামাত্র পরিশোধ্য।
ভ্রমণকারীর চেক (Travelers Cheque):
ভ্রমণকারীর সুবিধার্থে ব্যাংক অনেক সময় বিশেষ ধরনের চেক ইস্যু করে। এ জন্য ভ্রমণকারীকে ব্যাংকে হিসাব খুলতে হয় না। নগদ অর্থ জমা দিয়ে ভ্রমণকারী এ ধরনের চেক সংগ্রহ করতে পারে এবং দেশ বিদেশে ভ্রমণের কাজে লাগাতে পারে। অতএব, যে চেকের মাধ্যমে ব্যাংক তার বিদেশস্থ কোন শাখা অথবা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অংক পরিশোধের নির্দেশ দেয়, তাকে ভ্রমণকারী চেক বলে।
খ) ব্যবহারের ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল (Negotiable Instrument by Mercantile usage):
১) সরকারি প্রমিসরি নোট
২) ট্রেজারি বিল
৩) ডিভিডেন্ট ওয়ারেন্ট
৪) শেয়ার ওয়ারেন্ট
৫) বাহকের ডিবেঞ্চার
৬) হুন্ডি
৭) রেলওয়ে বন্ড
৮) প্রাইজবন্ড
গ) অন্যান্য হস্তান্তরযোগ্য দলিল (Quasi Negotiable Instrument):
১) বিল অব লেডিং
২) ডক ওয়ারেন্টস
৩) রেলওয়ে রিসিপ্ট
হস্তান্তর অযোগ্য দলিল (Non-Negotiable Instruments):
১) টাকা নোট (সরকারী নোট)
২) মানি অর্ডার
৩) পোষ্টাল অর্ডার
৪। পে-অর্ডার
৫) স্থায়ী আমানত রশীদ
৬) শেয়ার সার্টিফিকেট