ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-১৬ ১২:১৭:০১

সাউথইস্ট ব্যাংকের ৬৩৩তম বোর্ড সভা ১২ আগস্ট ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদের উপস্থিতিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ভার্চুয়াল শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।

সভায় অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন- ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালকবৃন্দ এম. এ. কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান, আকিকুর রহমান, রাইয়ান কবির, বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান এবং স্বতন্ত্র পরচিালকদ্বয় ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ ও দেলোয়ার হোসেন, ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান এবং ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন।

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করা হয়। সভায় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী ব্যাংক কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না