ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদে শোক প্রস্তাব গ্রহণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৮-১৫ ১২:০০:২৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শোক প্রস্তাব গ্রহণ করেছে।

১২ আগস্ট, ২০২১ ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে ৫১৭তম সভায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য সহকারে শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় শোক প্রস্তাবের আলোচনায় পরিচালকবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও অর্জন এবং দেশের প্রতি তাঁর অবদানের বিষয়ে উল্লেখ করেন।

প্রতীকীভাবে শ্রদ্ধা প্রদর্শনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় পরিচালকবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেন। ১৫ আগস্ট ২০২১ জাতীয় শোক দিবস উপলক্ষে প্রাইম ব্যাংক আগস্ট মাস জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না