গত বছরের মতো এবারো করোনা মহামারী মোকাবেলায় দেশব্যাপী গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এনআরবি ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ ও ম্যানেজমেন্টের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দুস্থ-অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।
এই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. জামিল ইকবাল ও পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবালের সহযোগিতায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকার ৬০০ (ছয় শত) গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সরওয়ার হোসেন।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন এনআরবি ব্যাংকের সিলেট অঞ্চলের ক্লাস্টার হেড প্রশান্ত কুমার সিংহ। -বিজ্ঞপ্তি