ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
ব্যাংক এশিয়া চালু করলো `কোভিড আইসোলেশন সেন্টার`
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৫-০৯ ১১:৩৯:০৪

ব্যাংকের কোভিড আক্রান্ত কর্মীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে “ব্যাংক এশিয়া কোভিড আইসোলেশন সেন্টার”।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজস্ব ভবনে কোভিড আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, জিয়াউল এইচ মোল্লা, আলমগীর হোসেন, ইভিপি মো. আবদুল লতিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগণের তত্ত্বাবধায়নে পরিচালিত কোভিড আইসোলেশন সেন্টার থেকে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ, প্রয়োজনীয় ঔষধপত্র ও প্রয়োজনে অক্সিজেন সরবরাহসহ করোনা আক্রান্ত কর্মীদের যাবতীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না