ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
কৃষকের ধান কেটে দিল এবার ব্যাংক কর্মকর্তারা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-২৩ ১০:০১:০৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে শুক্রবার সকালে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুলের নেতৃত্বে ১৪ জনের একটি দল সোনারগাঁর বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের কৃষক জিলানীর প্রায় ২০ কাঠা জমির পাকা ধান কেটে দেন।

করোনায় শ্রমিকসংকটের পরিস্থিতিতে কৃষকের ধান কেটে দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ খালিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, আপ্যায়ন সম্পাদক শেখ রিয়াদ হোসেন, তথ্য ও গবেষণা নেহলিন রেজা সজীব, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ মাখদুম, আইন সম্পাদক কাজী শাহ আলম সিদ্দীকি, আলামিন, কায়েস, তালহা যুবায়ের, মনির, সজলসহ অন্য নেতৃবৃন্দ।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেডের সাধারণ সম্পাদক আশরাফ উল আলম ব্যাকুল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার এই আদর্শ ধারণ করে আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকদের সহযোগিতা করতে এসেছি এবং সারা দেশে আমার যতগুলো এরিয়া কমিটি রয়েছে, তাদেরও একই নির্দেশনা দিয়েছি। আমরা সব শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মাণ করব।

স্বেচ্ছায় ব্যাংকারদের এই ধান কাটা কর্মসূচিতে কৃষকরাও তাদের সাধুবাদ ও অভিনন্দন জানান।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না