বাংলাদেশের চায়না করিডোর বিজনেসের জন্য স্যামুয়েল লু-কে করিডোর ব্যাংকার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকটির এই উদ্যোগ বাংলাদেশের চীন বাণিজ্য ও বিনিয়োগ ডেস্ককে আরও জোরদার করবে।
স্যামুয়েল ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট প্রোগ্রামে (ব্যাংকটির ফাস্ট-ট্র্যাক ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম) যোগদান করেন। তিনি সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে যোগদানের আগে ঘানাতে প্রায় আট বছর ধরে চাইনিজ রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং ইউনিভার্সিটি অব মালয়েশিয়া সারাওয়াক থেকে ব্যবসায় প্রশাসনে করপোরেট মাস্টার্স সম্পন্ন করেছেন।
এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ -এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, চীন-বাংলাদেশ করিডোর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের এবং এফডিআইয়ের একটি অন্যতম বড় উৎস। এই করিডোর জুড়ে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উদ্ভাবনী চিন্তার প্রবাহ এদেশের অগ্রগতির পক্ষে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমাদের টিমে স্যামুয়েলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার অনন্য অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা চীন করিডোর ক্লায়েন্টদের কাছে আমাদের নেটওয়ার্কের অতুলনীয় শক্তি পৌঁছে দিতে, স্টেকহোল্ডারদের সাথে সম্পর্ক উন্নয়নে এবং চীন বাজার সম্পর্কে আমাদের ধারণা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
দীর্ঘ ১১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারীদের একটি ব্যাংকটি নিজেই। এর পাশাপাশি এদেশে বিদেশি বিনিয়োগ আনতে ভূমিকা পালন করছে ব্যাংকটি ।
২০১৮ সালে ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জে যেকোন বিদেশী স্টক একচেঞ্জের জন্য প্রথমবারের মতো সম-অংশগ্রহণ সুবিধা চালু করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’র মাধ্যমে বাংলাদেশকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে।