ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
কাতার ন্যাশনাল ব্যাংকের নিট মুনাফা কমেছে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১৩ ২২:২১:০৫

উপসাগরের বৃহত্তম ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান কাতার ন্যাশনাল ব্যাংকের (কিউএনবি) নিট মুনাফা কমেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমে ৯০ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আরব নিউজ।

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, মুনাফা কমলেও ব্যাংকটির মোট সম্পদ এক বছর আগের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। মার্চ শেষে মোট সম্পদের পরিমাণ ২৯ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। ঋণ বিতরণ বাড়ার কারণে মূলত এ প্রবৃদ্ধি হয়েছে। প্রথম প্রান্তিক শেষে কিউএনবির ব্যাংকঋণ ২ দশমিক ২ শতাংশ বেড়েছে, যা ২০২০ সালের মার্চ শেষে ১ দশমিক ৯ শতাংশ ছিল। আমানতের তুলনায় ঋণের অনুপাত ৯৬ দশমিক ১ শতাংশের বিষয়টিকে ব্যাংকটি ‘স্বাস্থ্যকর’ হিসেবে বর্ণনা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কিউএনবি গ্রুপ টেকসই আয়ের উেসর পাশাপাশি ব্যয় কমানোর পদক্ষেপ নিয়েছে। এটি গ্রুপের আয়ের তুলনায় ব্যয়ের অনুপাতকে ২৩ দশমিক ৪ শতাংশে নামিয়েছে। এমইএ অঞ্চলের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি সেরা অনুপাত হিসেবে বিবেচিত। এ অনুপাত ২০২০ সালের প্রথম প্রান্তিকে ২৫ দশমিক ৬ শতাংশ এবং চতুর্থ প্রান্তিকে ২৪ দশমিক ৩ শতাংশ ছিল।

ব্যাংক অব আমেরিকাকে ২২৫ মিলিয়ন ডলার জরিমানা
আজ থেকে রুশ ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ
অর্থনীতির জন্য শোক করছেন রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর