ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
লকডাউনে বিমা কোম্পানি বন্ধ থাকবে: আইডিআরএ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১৩ ১১:০৭:১৬

সরকারের নির্দেশনা অনুযায়ী লকডাউনে বুধবার থেকে আগামী এক সপ্তাহ বিমা খাতের সকল অফিস বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (আইন) মো. দলিল উদ্দিন।

তিনি বলেন, চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই নির্দেশনা অনুসারে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিমা খাতও বন্ধ রাখার কথা। তবে ব্যাংকের সাথে বিমা কোম্পানির সম্পর্ক থাকায় গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

দলিল উদ্দিন বলেন, ব্যাংকগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ার পর বিমা কোম্পানির অফিস আর খোলা রাখার প্রয়োজন নেই। তাই সরকারের নির্দেশনা অনুসারে বন্ধ থাকবে দেশের সকল লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানির অফিস। এজন্য আলাদাভাবে কোনো নির্দেশনাও জারি করা হবে না।

উল্লেখ্য, আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কিছু ব্যাংকের কয়েকটি বিশেষ শাখা ছাড়া সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। অন্যদিকে ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

গ্রাহকদের অনাস্থায় ধুঁকছে দেশের বীমা খাত
ফারইস্ট ইসলামী লাইফের মালিকানায় বেক্সিমকো গ্রুপ
জনতা ইন্স্যুরেন্স থেকে বশির আহমেদকে অপসারণ