ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
লকডাউনে সকাল ৯.৩০ থেকে ৩.০০ টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১৩ ০৮:৫৩:২২

বুধবার থেকে সর্বাত্মক লকডাউনের বিধিনিষেদের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে।

মঙ্গলবার পাঠানো ওই নির্দেশনা অনুযায়ী, বিশেষে প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে। 

ব্যাংকে লেনদেন হবে সাড়ে ৯টা থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে ৩টা পর্যন্ত।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে এখনো বিজ্ঞপ্তি দেয়নি বাংলাদেশ ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠানে এক পরিবার থেকে দুজনের বেশি পরিচালক নয়
ফুটবল খেলায় অংশ নেওয়া ব্যাংকারদের ‘বিশেষ বোনাস’ দেয়ার আহ্বান এবিবির
ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা অবসরকালীন সুবিধা পাবেন না