এতদিন সঞ্চয়ী হিসাবে মেইনটেন্যান্স ফি অর্থাৎ হিসাবের রক্ষণাবেক্ষণ ফি বছরে দুই বার আদায় করতো ব্যাংকগুলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবে মেইনটেন্যান্স ফি একবার কাটতে পারবে।
রবিবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ‘করোনাভাইরাসজনিত কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীদেরকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানাত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুই বারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি আদায় করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এ নির্দেশনা শুধুমাত্র ২০২১ সালের পঞ্জিকা বছরের জন্য প্রযোজ্য হবে।’