করোনাভাইরাসের কারণে আমদানিতে যেসব নীতিসহায়তা দেওয়া হয়েছিল, তার মেয়াদ আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই করোনাভাইরাসজনিত রোগ প্রতিরোধের জন্য ওষুধ, চিকিৎসা ও গ্যারান্টির জন্য পাঁচ লাখ ডলার পরিশোধ করা যাবে।
এ ছাড়া উৎপাদন উপকরণ আমদানি বাবদ মূল্য পরিশোধ ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সব ধরনের নীতিসহায়তার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।