ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
এক খাতের ঋণ অন্য খাতে ব্যবহার নয়
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-২৮ ১১:১০:২৮

আর্থিক খাতে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, যেই উদ্দেশে ঋণ নেয়া হয়েছে, সেই খাতেই ঋণের অর্থ ব্যবহার করতে হবে। এক ঋণের অর্থ দিয়ে অন্য ঋণ শোধ করা যাবে না।

রোববার এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সব আর্থিক খাতের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক খাতে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে তা সমগ্র আর্থিক খাতের উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে এবং এ খাতের সুশাসনকে বাধাগ্রস্ত করে।

সেজন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহককে যেই ঋণ দিয়েছে তা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ যে খাতের জন্য ঋণ নেয়া হয়েছে সেই খাতেই ব্যহার করতে হবে। অন্য কোনো খাতে ওই ঋণ ব্যবহার করা যাবে না। ওই ঋণ দিয়ে গ্রাহক তার পুরোনো কোনো ঋণ পরিশোধ বা সমন্বয় করতে পারবে না। কিস্তি ভিত্তিক প্রকল্পের ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত না হয়ে পরবর্তী কিস্তি ছাড় না করা বর্তমান সময়ে অত্যাবশ্যকীয় পরিপালনীয়ভাবে পরিগণিত হচ্ছে।

তাই ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কয়েকটি নীতিমালা অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে। যেমন-

যে উদ্দেশ্যে ঋণ দেয়া হয়েছে বা হবে, সেই উদ্দেশ্যেই ঋণের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার‌্যক্রম পরিচালনা করতে হবে।

কিস্তি ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড় করতে হবে।

যে খাতের জন্য ঋণ নেয়া হয়েছে সেই খাতের পরিবর্তে অন্যত্র ঋণের অর্থ ব্যবহৃত হলে তার কারণ উদঘাটনসহ তা প্রতিরোধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

একটি ঋণের অর্থ দিয়ে কোনভাবেই অন্য কোনো ঋণের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না।

ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং তদারকির বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঋণ নীতিমালায় অর্ন্তভুক্ত করতে হবে।

ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন এবং তা সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে।

ঋণের সঠিক ব্যবহার সংক্রান্ত সরেজমিন পরিদর্শনে কোন গুরুতর অনিয়ম দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

ব্যাংক খাত সংস্কারে ৬ সদস্যের টাস্কফোর্স গঠন
আদায়কৃত অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ
স্বতন্ত্র পরিচালকের যোগ্যতা-বেতন কত জানালো কেন্দ্রীয় ব্যাংক