ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০টি উপশাখার উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-১৭ ২০:৪১:০৯

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০টি উপশাখা মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো- গাজীপুরে সাইনবোর্ড উপশাখা, ঢাকার কেরানীগঞ্জে বন্দ ছাটগাঁও জিনজিরা উপশাখা, চট্টগ্রামের পাহাড়তলীতে বউবাজার উপশাখা ও বাড়তাকিয়ায় বড় দারোগারহাট উপশাখা, রাঙ্গামাটিতে রিজার্ভ বাজার উপশাখা, কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা উপশাখা, খুলনার কপিলমুনিতে কয়রা উপশাখা, নওগাঁয় সান্তাহার উপশাখা ও মাতাজী হাট উপশাখা এবং শরীয়তপুরের ডামুড্যায় সখীপুর উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উপশাখাগুলোর উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু