ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১০টি উপশাখা মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো- গাজীপুরে সাইনবোর্ড উপশাখা, ঢাকার কেরানীগঞ্জে বন্দ ছাটগাঁও জিনজিরা উপশাখা, চট্টগ্রামের পাহাড়তলীতে বউবাজার উপশাখা ও বাড়তাকিয়ায় বড় দারোগারহাট উপশাখা, রাঙ্গামাটিতে রিজার্ভ বাজার উপশাখা, কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজারা উপশাখা, খুলনার কপিলমুনিতে কয়রা উপশাখা, নওগাঁয় সান্তাহার উপশাখা ও মাতাজী হাট উপশাখা এবং শরীয়তপুরের ডামুড্যায় সখীপুর উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই উপশাখাগুলোর উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।